বিবাহিত জীবনের যৌন সমস্যার কারণ ও চিকিৎসা?
বিয়ে মানব জীবনের অপরিহার্য একটি অংশ। বিয়ের পর স্বামী ও স্ত্রীর সম্পর্ক হয় আত্মিক, মানসিক ও শারীরিক। আত্মিক ও মানসিক সম্পর্কের সাথে সাথে শারীরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা সমস্যার কারণ হয় বিবাহিত জীবনের যৌন সমস্যা দেখা দিলে, আপাত দৃষ্টিতে এ সমস্যা পুরুষের মনে হলেও এর সাথে নারীর ভুমিকা অপরিসীম। নারীর সাহায্য ছাড়া পুরুষের এই সমস্যা থেকে মুক্ত হওয়া কখনই সম্ভব নয় । দুই জনের মধ্যে আলোচনার মাধ্যমে, প্রয়োজনে কাউন্সিলিং বা সঠিক চিকিৎসার মাধ্যমে সমস্যা থেকে সমাধান সম্ভব।
পুরুষের দুটি সমস্যা হল:
১. লিঙ্গ যথেষ্ট শক্ত না হওয়া।
২. দ্রুত বীর্যপাত হওয়া।
লিঙ্গ যথেষ্ট শক্ত না হওয়া কী?
এটা এমন একটি অবস্থা যখন একজন পুরুষের লিঙ্গ সফল ভাবে যৌন মিলন করার মত যথেষ্ট শক্ত হয় না বা বেশিক্ষণ শক্ত থাকে না বা যৌন মিলন করার ইচ্ছা জাগে না।
কী কী কারণে হতে পারে সমস্যাটি?
১. মস্তিষ্ক
২. আবেগ
৩. স্নায়ু
৪. হরমোন
৫. রক্তনালী
৬. মাংসপেশি
এ ছাড়াও কিছু শারীরিক সমস্যাও থাকে যেমন:
১. হৃদরোগ, রক্তের চর্বি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ওজন আধিক্য, ধূমপান, মদপান, পুরুষ হরমোন এর স্বল্পতা, পারকিনসন, মাল্টিপল এসকলেসীস, জেনিটাল এরিয়াতে অসুখ বা বিভিন্ন যৌন রোগ ইত্যাদি।
২. মানসিক চাপ, বিষণ্ণতা, মানসিক রোগ, পার্টনারের সাথে মানসিক দূরত্ব, পার্টনারের অসহযোগিতা, মনে মনে অন্য কারোর প্রতি আকর্ষিত হওয়া ইত্যাদি।
পরীক্ষা:
মানসিক স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা ইত্যাদি।
চিকিৎসা:
১. ধূমপান, মদপান ত্যাগ করা।
২. ওজন কমানো।
৩. নিয়মিত ব্যায়াম করা।
৪. পার্টনারের সাথে গভীর মানসিক সম্পর্ক বজায় রাখা।
৫. পার্টনারকে যথেষ্ট ভাবে সহায়তা করা।
৬. পার্টনারের প্রতি অনুগত থাকা।
রোগ নির্ণয় ও তার চিকিৎসা যেমন:-
-ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, উচ্চ কোলেস্টেরল কমানো।
-হৃদরোগের চিকিৎসা করা।
-চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়া।
যে কোনো যৌন সমস্যার সমাধানে পরামর্শ এর জন্য ফোন করতে পারেন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ডাক্তার এপয়েন্টমেন্ট: 01614-167677, 01616-045632 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)। এই দুইটা নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নেই। সুতরাং অন্য কোনো নাম্বার থেকে সেবা নিয়ে প্রতারিত হবেন না।
আমাদের ঠিকানা: ১২৮২ নং বিল্ডিং,মেট্রোরেল পিলার নং ২৬৬ বরাবর পূর্ব মনিপুর,বেগম রোকেয়া স্মরণী রোড, মিরপুর ১০, ঢাকা ১২১৬
Comments
Post a Comment