পুরুষের যৌন অক্ষমতা:
সন্তোষজনক যৌন সম্পর্ক স্থাপনে অক্ষমতা হতে পারে অপর্যাপ্ত পুরুষাঙ্গ উত্থান অথবা দ্রুত বীর্য স্থলনের কারনে। আমেরিকার ম্যাসাচুয়েটস ষ্টাডিতে দেখা যায় প্রায় ৫২ শতাংশ চল্লিশোর্ধ পুরুষই যৌন অক্ষমতায় ভুগছেন। আমাদের দেশের অবস্থা আরো ভয়াবহ। তিরিশের পরেই অনেক পুরুষই এই দুরবস্থার শিকার।
মনোদৈহিকঃ নানান মন পীড়ার কারনে এরকম হতে পারে।
অর্গানিকঃ স্নায়ুবিক হরমোন সংক্রান্ত ও রক্ত সঞ্চালনে অপর্যাপ্ত এবং ঔষধ সেবনের কারণে।
মিক্সডঃ (অর্গানিক ও মনোদৈহিক উভয়ই) বেশীর ভাগ যৌন অক্ষমতার কারন।
জীবন ধারার পরিবর্তন (Life Style Change): দৈহিক শ্রম ও ব্যায়াম, ওজন কমানো, চর্বিযুক্ত ও অধিক ক্যালরি সমৃদ্ধ খাবার, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ।
ঔষধ পরিবর্তনঃ বিছু কিছু রক্তচাপ নিয়ন্ত্রণের ঔষধ, ডিপ্রেশনের ঔষধ পরিবর্তন অথবা পরিমান কমানো এমন কি ড্রাগ হলিডেজের মাধ্যমে যৌন অক্ষমতা সারানো যায়।
মনোজৈবিক চিকিৎসা:
তিরিশের নিচের বয়সে এই পদ্ধতি কার্যকর। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে চিকিৎসকের কাছে না গিয়ে অনেক যুবক দোকান থেকে সহজ লভ্য ঔষধ এমনকি গাছ-গাছড়া সেবন করে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।
হরমোন থেরাপীঃ
চল্লিশোর্ধ পুরুষের অক্ষমতার পাশাপাশি থাকে ডিপ্রেশন,স্মরণশক্তি হ্রাস,স্বাস্থ্যহানি অথবা ভুড়িবৃদ্ধি, হাড় ক্ষয়, দৈহিক লোমের পরিবর্তন, নিদ্রাহীনতা্ ইত্যাদি। তখন প্রয়োজন অনুযায়ী হরমোন প্রয়োগ করতে হয়। মনে রাখবেন বিশেষজ্ঞ পরামর্শ ছাড়া হরমোন থেরাপী বিপদজনক হতে পারে।
যে কোনো যৌন সমস্যার সমাধানে পরামর্শ এর জন্য ফোন করতে পারেন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ডাক্তার এপয়েন্টমেন্ট: 01614-167677, 01616-045632 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)। এই দুইটা নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নেই। সুতরাং অন্য কোনো নাম্বার থেকে সেবা নিয়ে প্রতারিত হবেন না।
আমাদের ঠিকানা: ১২৮২ নং বিল্ডিং,মেট্রোরেল পিলার নং ২৬৬ বরাবর পূর্ব মনিপুর,বেগম রোকেয়া স্মরণী রোড, মিরপুর ১০, ঢাকা ১২১৬
Comments
Post a Comment