যৌন রোগ কি?
যৌনরোগ (এসটিডি) এমন একটি রোগ যা সাধারণত যৌন মিলনের মাধ্যমে এক ব্যাক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে যায়। অনেক সময় আক্রান্ত ব্যক্তির রক্ত নিলে, এরকম কারো ব্যবহৃত একই সিরিঞ্জ শরীরে প্রবেশ করলেও আপনি এই রোগ দ্বারা আক্রান্ত হবেন।
যৌন রোগ থেকে কি হতে পারে?
যৌনরোগ অনেক সময় ব্যথার কারণ হতে পারে এবং সঠিক সময়ে চিকিৎসা করা না হলে বন্ধ্যাত্ব এবং এমনকি মৃত্যুর কারণও হতে পারে। পুন: পুন: গর্ভ নষ্ট হতে পারে অথবা মৃত বাচ্চা প্রসব করতে পারে। পুরুষেরা সন্তান জন্মদানের ক্ষমতা হারিয়ে ফেলতে পারে। কিছু প্রতিরোধ যোগ্য যৌনরোগ হ’ল গনোরিয়া, ট্রাইকোমোনিয়াসিস, ক্ল্যামিডিয়াল ইনফেকশন, সিফিলিস এবং এইচআইভি / এইডস।
অবস্থার ভয়াবহতা পরিদর্শনে আমাদের সকলেরই এই বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।
প্রতিরোধের উপায় : যৌন রোগ থেকে বাঁচতে হলে নিচের যেকোন একটি উপায় অবলম্বন করুন।
ক) আপনার পার্টনারের সাথে বিশ্বস্ত থাকুনঃ সর্বদা একজন ব্যক্তির সাথেই যৌনমিলন করুন এবং নিশ্চিত হন যে ওই ব্যাক্তি অন্য কারও সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত নয় এবং তার ও যৌনবাহিত কোন রোগ নেই।
এক্ষেত্রে মনে রাখতে হবে যে, যৌনরোগে আক্রান্ত ব্যাক্তি দেখতে অসুস্থ মনে নাও হতে পারে। তাই পরীক্ষা করে নিশ্চিত হন।
খ ) যৌন মিলন থেকে বিরত থাকাঃ আপনার পার্টনারের এই রোগ দেখা দিলে অথবা সে একাধিক ব্যক্তির সাথে শারীরিক সম্পর্কে অভস্থ্য হলে তার সাথে যৌন মিলন থেকে বিরত থাকুন।
সচেতন হউন। আপনি নিরাপদ থাকুন এবং আপনার প্রিয়জনকেও যৌনরোগ থেকে নিরাপদে রাখুন।
যে কোনো যৌন সমস্যার সমাধানে পরামর্শ এর জন্য ফোন করতে পারেন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ডাক্তার এপয়েন্টমেন্ট: 01614-167677, 01616-045632 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)। এই দুইটা নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নেই। সুতরাং অন্য কোনো নাম্বার থেকে সেবা নিয়ে প্রতারিত হবেন না।
আমাদের ঠিকানা: ১২৮২ নং বিল্ডিং,মেট্রোরেল পিলার নং ২৬৬ বরাবর পূর্ব মনিপুর,বেগম রোকেয়া স্মরণী রোড, মিরপুর ১০, ঢাকা ১২১৬
Comments
Post a Comment