পুরুষত্বহীনতা কেন হয়?
ইরেকশন বলতে বোঝানো হয় লিঙ্গ উত্তেজিত হওয়ার প্রক্রিয়াকে। লিঙ্গে যদি পর্যাপ্ত পরিমাণে রক্ত ও স্নায়ু সরবরাহ হয় তবে ইরেকশন ঠিকঠাক মতো হয়ে থাকে। যৌন উত্তেজনা কালে লিঙ্গে রক্তের প্রবাহ বেড়ে যায় যার ফলে অন্যান্য সময়ের চেয়ে সে সময় লিঙ্গ অত্যাধিক শক্ত হয়ে যায়। কোন কারণে যদি লিঙ্গে রক্তের প্রবাহ অথবা স্নায়ু সরবরাহ বাধাগ্রস্ত হয় তখন লিঙ্গ আর উত্তেজিত হতে পারে না। এক্ষেত্রে এই পরিস্থিতি ইরেকটাইল ডিসফাংশন হিসেবে বিবেচিত হয়ে থাকে।
*ডায়াবেটিস
*কিডনি রোগ
*যক্ষা
*ধমনী শব্দ ও সংকীর্ণ হয়ে যাওয়া
*শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া
*শরীর অতিরিক্ত মোটা হয়ে যাওয়া
*লিঙ্গের আশেপাশের জায়গায় ক্যান্সার সৃষ্টি হওয়া
*লিঙ্গের স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়া
*বয়স বেড়ে যাওয়া
*লিঙ্গের ব্যথা হওয়া
*সিফিলিস
*মাথা কিংবা মেরুদন্ডে আঘাত পাওয়া
*অতিরিক্ত বিষন্নতা ও দুশ্চিন্তা
*যৌন মিলনে আগ্রহ না থাকা
*ক্লান্তি
*কর্মক্ষেত্রে কাজের চাপ
*সংসারে ও দাম্পত্য জীবনে অশান্তি
*সঙ্গিনিকে সন্তুষ্ট করতে না পারার ভয়।
মূলত এই সকল কারণেই পুরুষত্বহীনতা বা ইরেকটাইল ডিসফাংশন এর মত ঘটনা ঘটে থাকে। তাছাড়াও পরিস্থিতি সাপেক্ষে অনেক সময় এটি দেখা গেলেও তা সাময়িক।
যে কোনো যৌন সমস্যার সমাধানে পরামর্শ এর জন্য ফোন করতে পারেন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ডাক্তার এপয়েন্টমেন্ট: 01614-167677, 01616-045632 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)। এই দুইটা নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নেই। সুতরাং অন্য কোনো নাম্বার থেকে সেবা নিয়ে প্রতারিত হবেন না।
আমাদের ঠিকানা: ১২৮২ নং বিল্ডিং,মেট্রোরেল পিলার নং ২৬৬ বরাবর পূর্ব মনিপুর,বেগম রোকেয়া স্মরণী রোড, মিরপুর ১০, ঢাকা ১২১৬
Comments
Post a Comment