যৌন মিলনের সময় যখন একজন পুরুষের বীর্যপাত তার বা তার পার্টনারের চাওয়ার আগেই হয়ে যায় তখন তাকে দ্রুত বীর্যপাত বা প্রিমাচ্যুর ইজাকুলেশান বলে।
এই সমস্যা হঠাৎ হঠাৎ হলে সমস্যা নাই কিন্তু যদি প্রায় বা সব সময় ঘটে তাহলে অবশ্যই চিকিৎসা নিতে হবে।
প্রিমাচ্যুর ইজাকুলেশান সাধারণত ২ প্রকার।
১। প্রাইমারি।
২। সেকেন্ডারি।
প্রাইমারি প্রিমাচ্যুর ইজাকুলেশান- প্রায় বা সবসময় যদি যোনীতে লিঙ্গ প্রবেশের ১ মিনিট বা তারও কম সময়ে বীর্যপাত হয় তবে তাহাকে প্রাইমারি প্রিমাচ্যুর ইজাকুলেশান বলে।
সেকেন্ডারি প্রিমাচ্যুর ইজাকুলেশান- যোনীতে লিঙ্গ প্রবেশের ১ মিনিট বা তারও কম সময়ে বীর্যপাত হওয়া (যার পূর্বে সফল ও আনন্দময় যৌন মিলনের রেকর্ড আছে)
যৌন মিলনের আসল সময় কত?
সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে প্রচুর ভুল ধারণা আছে। কেউ মনে করেন ১০ মিনিট বা তার বেশি, কেউ মনে করেন ২০ মিনিট বা তার বেশি সময় যৌন মিলন করতে হয়। আসলে এগুলো ভুল ধারণা। বেশির ভাগ মহিলাই মানসিক ভাবে ইনভল্ভ না থাকায় বা অতিরিক্ত লজ্জার কারনে বা সঠিক ভাবে উপভোগ করতে না জানায় সঠিক সময়ে তৃপ্ত হতে পারেন না। অনেক সময় পুরুষের অতিরিক্ত উত্তেজনার কারণেও আগে বীর্যপাত হয়ে যেতে পারে। ফলে বেশির ভাগ সময় স্বাভাবিক সময়কেও দ্রুত বীর্যপাত বলে ধরে নেওয়া হয়।
ডাক্তারি মতে যৌন মিলনের সময় লিঙ্গ প্রবেশের পর থেকে বীর্যপাত পর্যন্ত সাধারণত ৫ মিনিট বা তার বেশি।
দ্রুত বীর্যপাত কাদের হতে পারে?
-যাদের মানসিক রোগ আছে।
-যারা তামাক, মদ, মাদক গ্রহণ করে।
-যাদের বড় ধরনের শারীরিক রোগ আছে।
-বিবাহ বহির্ভূত যৌন মিলনে।
-অতিরিক্ত উত্তেজনার সহিত মিলনে।
-অতিরিক্ত ভয় বা টেনশন থাকলে।
-পার্টনারের সাথে যথেষ্ট মানসিক মিল না থাকলে।
এটি একটি কমন ও সমাধান যোগ্য রোগ। বেশির ভাগ ক্ষেত্রেই যথাযথ কাউন্সেলিং এর মাধ্যমেই ভালো হয়ে যায়।
এছাড়া-
-মাদক কে না বলতে হবে।
-মদ তামাক থেকে দূরে থাকতে হবে।
-বিবাহ বহির্ভূত যৌন মিলন থেকে দূরে থাকতে হবে।
-পার্টনারের সাথে যথেষ্ট মনের মিল থাকতে হবে।
-নারীকেও তার পার্টনার কে যথেষ্ট সাহায্য করতে হবে।
-মানসিক চাপ মুক্ত থেকে যৌন মিলনকে উপভোগ করতে হবে।
সমাধান না হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কখনই রাস্তার পাশের বা গলির ভেতরের কারও কাছ থেকে কোনও ঔষধ খাওয়া চলবে না।
Comments
Post a Comment