পুরুষত্বহীনতার কারন কি?
পঁয়ষট্টি উর্ধো পুরুষদের এমনিতেই স্বাভাবিকভাবে ধীরে ধীরে পুরুষত্বহীনতা দেখা দিতে পারে, এতে আতঙ্কের কিছু নয়। তবে তার কম বয়সে যদি কারো পুরুষত্বহীনতা দেখা দেয় তাহলে নিচের কারন থেকে হতে পারে:
*যৌবনে যারা নিজের যোনাঙ্গে অত্যাচার করেছেন অর্থাৎ অতিরিক্ত মাষ্টারবেশন করেছে তারা অল্প বয়সে পুরুষত্বহীনতায় ভূগতে পারেন।
*সপ্তাহে ২ দিনের বেশি স্বপ্নদোষ হলে তার চিকিৎসা না করলেও একসময় পুরুষত্বহীনতায় ভুগতে হয়।
*দীর্ঘদিনের মেহ প্রমেহ রোগীদের এই সমস্যা হতে পারে।
*ক্রনিক ডিসেন্ট্রি ও ক্রনিক ডায়রিয়ার চিকিৎসা না করলে এক পর্যায়ে ইরেক্টাল ডিস্ফাংশন হতে পারে।
*অতিরিক্ত ঔষধের সাইড এফেক্ট থেকেও পুরুষত্বহীনতা দেখা দেয়।
*ধ্যানে মগ্নতা, হীনমন্যতা, দূরারোগ্য, হতাশাগ্রস্ত মানসিক চাপ, মাত্রাতিরিক্ত শ্রম, অনিদ্রা ইত্যাদি কারনে এমন সমস্যা হতে পারে বলে বিশেষজ্ঞগণ মনে করেন।
*অতিরিক্ত এয়ালকোহল ও ধুম পানের কারনেও পুরুষাঙ্গ শিথিলতা দেখা দেয়।
যে কোনো যৌন সমস্যার সমাধানে পরামর্শ এর জন্য ফোন করতে পারেন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ডাক্তার এপয়েন্টমেন্ট: 01614-167677, 01616-045632 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)। এই দুইটা নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নেই। সুতরাং অন্য কোনো নাম্বার থেকে সেবা নিয়ে প্রতারিত হবেন না।
আমাদের ঠিকানা: ১২৮২ নং বিল্ডিং,মেট্রোরেল পিলার নং ২৬৬ বরাবর পূর্ব মনিপুর,বেগম রোকেয়া স্মরণী রোড, মিরপুর ১০, ঢাকা ১২১৬
Comments
Post a Comment