ধ্বজভঙ্গ রোগের কারণ নির্ণয়:
যদি হঠাৎ ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা দেখা দেয় তবে বুঝতে হবে যে তা সাময়িক দেহ ও মনের ক্লান্তিজনিত কারণে হচ্ছে। যদি ধীরে ধীরে দেখা দিয়ে থাকে তবে জানতে হবে যে বিগত দিনে তার যৌন অভ্যাস কি রকম ছিল। যদি পূর্বে অত্যধিক স্বপ্নদোষ, হস্তমৈথুন ইত্যাদির ইতিহাস থাকে অথবা বিবাহের পূর্বে বা পরে অবৈধ মিলনের অভ্যাস থাকে এবং দীর্ঘদিন ধরে দ্রুত বীর্যপাত হয়ে থাকে তবে উভয় ক্ষেত্রেই যৌনহীনমন্যতা হতে আংশিক পুরুষত্বহীনতার সৃষ্টি হয়েছে বুঝতে হবে। অথবা রোগীর মধ্যে অত্যধিক মানসিক দুশ্চিন্তার কারণ পাওয়া যেতে পারে। বহুদিনের পুরাতন গনোরিয়া রোগ থাকতে পারে।
## তবে কিছুসংখ্যক জৈবিক বা শারীরিক কারণে দ্রুত বীর্যপাত ঘটতে পারে। এসব কারণের মধ্যে রয়েছে:
*হরমোনের অস্বাভাবিক মাত্রা।
*মস্তিষ্কের রাসায়নিক উপাদান বা নিউরোট্রান্সমিটারের অস্বাভাবিক মাত্রা।
*বীর্যস্খলনে অস্বাভাবিক ক্রিয়া।
*থাইরয়েড গ্রন্থির সমস্যা।
*প্রোস্টেট অথবা মূত্রনালীর প্রদাহ ও সংক্রামণ।
*ডাক্তারের পরামর্শের জন্য কল করুন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
*যোগাযোগের মোবাইল নাম্বার: 01614-167677, 01616-045632 (অনলাইনে রোগী দেখা হয় এবং ওষুধ কুরিয়ার করে নেওয়ার সারা বাংলাদেশে সুব্যাবস্থা আছে)
*চেম্বারের ঠিকানা:১২৮২ নং বিল্ডিং,মেট্রোরেল পিলার নং ২৬৬ বরাবর পূর্ব মনিপুর,বেগম রোকেয়া স্মরণী রোড, মিরপুর১০, ঢাকা১২১৬
Comments
Post a Comment