যৌন রোগীর পরিমাণ কম নয়। যৌনরোগ মানে শুধুই এইডস নয়। এইডস ছাড়াও আরও অনেক যৌন রোগ আছে যেগুলো সম্বন্ধে আমরা খুবই কম জানি। সঠিক ভাবে চিকিৎসা না হলে এইডসের মতো এগুলোতেও মৃত্যু হতে পারে। জেনে নিন এমনই কিছু যৌনরোগ ও তাদের লক্ষণ-
১. ক্ল্যামিডিয়াঃ মহিলাদের যোনি এবং পুরুষদের পুরুষাঙ্গ থেকে অস্বাভাবিক ক্ষরণ হলো এই রোগের প্রধান লক্ষণ। একটি সমীক্ষায় দেখা গেছে যে, সারা বিশ্বে প্রায় ৫০ শতাংশ পুরুষ এবং ৭০ শতাংশ মহিলাদের মধ্যে এই রোগ দেখা যায়। ঠিকমতো চিকিৎসা করলে এই রোগ থেকে সেরে ওঠা সম্ভব।
২. গনোরিয়াঃ গনোরিয়া এবং ক্ল্যামিডিয়া একই সাথে হয়। যোনি, পুরুষাঙ্গ থেকে অস্বাভাবিক ক্ষরণ, মূত্রত্যাগের সময় যন্ত্রণা হওয়া ইত্যাদি এই রোগের লক্ষণ। সময়মতো চিকিৎসা না করালে সারা শরীরে ছড়িয়ে পড়ে এই রোগ।
৩. সিলিফিসঃ যৌনরোগ গুলির মধ্যে এটি অন্যতম মারণ রোগ। প্রাথমিক অবস্থায় এই রোগ সহজে ধরা পড়ে না। তবে ধরা পড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নয়তো এই রোগ একবার বেড়ে গেলে তা অত্যন্ত যন্ত্রণাদায়ক।
৪. যৌনাঙ্গে আঁচিল বা ওয়ার্টঃ যৌনাঙ্গের আশেপাশে র্যাশের মতো আঁচিল বেরোয় এই রোগে। হিউম্যান প্যাপিলোমাভাইরাস, যা সার্ভিক্যাল ক্যানসারের কারণ এবং যৌন সংসর্গে এক শরীর থেকে অন্য শরীরে ছড়ায়, সেই ভাইরাস এই রোগের জন্ম দেয়।
৫. হেপাটাইটিস বিঃ এই মারণ রোগটিও ছড়াতে পারে যৌন সংসর্গের ফলে। এটি মুলত কোনো যৌন রোগ নয় এটি লিভার ঘটিত একটি রোগ।
৬. এইডসঃ সকলেই জানেন সবচেয়ে ভয়ঙ্কর যৌন রোগ এটি। এই রোগ শরীরে বাসা বাঁধলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে।
৭. ট্রাইকোমোনিয়াসিসঃ যৌনাঙ্গ থেকে অস্বাভাবিক ক্ষরণ, মুত্র ত্যাগের সময় যন্ত্রণা করা এই রোগের লক্ষণ। সঠিক চিকিৎসার মাধ্যমে সহজেই সেরে ওঠা যায় এর থেকে।
যে কোনো যৌন সমস্যার স্থায়ী সমাধানে কিউর পয়েন্ট ( Cure Point Consultancy )আছে আপনার পাশে । সুতরাং আর দেরী না করে আজই যোগাযোগ করুন।
ডাক্তার এপয়েন্টমেন্ট: +8801614167677 (সরাসরি অথবা অনলাইনে রোগী দেখা হয়)
আমাদের ঠিকানা: ১২৮২ পূর্ব মনিপুর, Opposite-আল হেলাল হাসপাতাল, বেগম রোকেয়া স্মরণী রোড, মিরপুর, ঢাকা - ১২১৬
বিশেষ দ্রষ্টব্যঃ সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বস্ততার সাথে ঔষধ ডেলিভারী দেওয়া হয়।
Comments
Post a Comment